নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার হিংসা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় হিংসা চলাকালিন কোনো মসজিদ পোড়ানো হয়নি এবং খুব অল্প সময়ের মধ্যে বিষয়টি সমাধান করা হবে। এছাড়া কারোর মৃত্যু অবধি হয়নি। উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে দুর্গা পূজার সময় রাজ্যে হিংসার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি আর্থিক ও সাংস্কৃতিকভাবে উপকৃত হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, ৫০ বছরে বিগত সরকারগুলি যে কাজ করেছে, তা চার বছরে বিজেপি সরকার করেছে।