লখনওয়ের নতুন নেতা রাহুল, আমদাবাদ দায়িত্ব দিচ্ছে হার্দিককে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লখনওয়ের নতুন নেতা রাহুল, আমদাবাদ দায়িত্ব দিচ্ছে হার্দিককে

নিজস্ব সংবাদদাতাঃ এ বছরের আইপিএল শুরুর আগে ফেব্রুয়ারিতে রয়েছে মেগা নিলাম। যে দুটো দলের এ বারের আইপিএলে প্রথম বার আত্মপ্রকাশ হতে চলেছে, নিলামের আগেই তারা বেছে নিল তাদের অধিনায়কদের। শুক্রবার, রাতে প্রোটিয়াদের বিরুদ্ধে কেএল রাহুলের অধীনে থাকা ভারত যখন হেরে গিয়েছে সিরিজ, তারপরই লখনও ঘোষণা করল তাঁদের নতুন নেতার নাম। শুধু লখনও নয়। আমদাবাদও একই দিনে সেই কাজ সেরে ফেলেছে। আসন্ন আইপিএলে লখনওকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এবং আমদাবাদ দল দায়িত্ব তুলে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ওপর। সঞ্জীব গোয়েঙ্কার লখনও ১৭ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে দলে নিয়েছে। পাশাপাশি আইপিএল-এ লখনওয়ের জার্সিতে দেখা যাবে মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে। স্টোইনিসকে লখনও ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে এবং বিষ্ণোইকে তারা নিয়েছে ৪ কোটি টাকায়।  আমদাবাদ ১৫ কোটি টাকায় ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে। হার্দিকের পাশাপাশি আমদাবাদ নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের তারকা প্লেয়ার রশিদ খানকে। এবং কলকাতা নাইট রাইডার্সের ওপেনার শুভমন গিলকে। আফগান তারকা রশিদকে যেখানে ১৫ কোটি টাকায় নিয়েছে আমদাবাদ, গিলকে তারা দলে নিয়েছে ৮ কোটি টাকায়।