নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগে বেলডাঙায় বোমা ফেটে মৃত্যু হয় এক যুবকের। ঘটনার চার দিন পর ফের বোমা ফাটার খবর সামনে এল। দুর্ঘটনায় জখম তিন নাবালক। এদের প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন মামুন আলি। তার বয়স এগারো বছরের কাছাকাছি। অন্যজন হল আসিফ শেখ ও আরও এক শিশু। ঘটনাটি মুর্শিদাবাদ বহরমপুর থানার অন্তর্গত টিকটিকি পাড়া এলাকার। আজ সকাল দশটা নাগাদ বাড়ির পাশের মাঠে খেলছিল চারজন শিশু। মাঠে পড়ে থাকা ইঁটের কাছেই ওই বোমাগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। বল ভেবে খেলতে গিয়েই ফেটে যায় বোমাগুলি। ঘটনায় তিনজন আহত হলেও একজনের কিছু হয়নি। বোমা ফাটার আওয়াজে ছুটে আসেন এলাকাবাসী। সঙ্গে-সঙ্গে নাবালকদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বাচ্চা গুলির মধ্যে গুরুতর আহত হয়েছে একজন। তবে ওই এলাকায় কারা বোমা রেখেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় পৌঁছেছে বহরমপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।