অস্ট্রেলিয়ায় ডেল্টা প্রকারভেদের প্রভাব, ১০.২ মিলিয়ন মানুষ লকডাউনে

author-image
New Update
অস্ট্রেলিয়ায় ডেল্টা প্রকারভেদের প্রভাব, ১০.২ মিলিয়ন মানুষ লকডাউনে

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার ৪টি রাজধানী শহর এখন কোভিড-১৯ লকডাউনের অধীনে। কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে নতুন করে উচ্চ সংক্রামক ডেল্টা প্রকারভেদ ছড়িয়ে পড়া রুখতে। পশ্চিম অস্ট্রেলিয়া প্রদেশের রাজধানী পার্থে মঙ্গলবার মাঝরাত থেকে ৪ দিনের লকডাউন শুরু হয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে মঙ্গলবার সন্ধে থেকে ৩ দিনের লকডাউন শুরু হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি ও উত্তরাঞ্চলের রাজধানী ডারউইনে ইতিমধ্যেই লকডাউন চলছে। এই শহরগুলির মোট জনসংথ্যা ১০.২ মিলিয়নের বেশি। দেশটিতে বর্তমানে সক্রিয় সংক্রমণ ২৭১, যার বেশিরভাগটিই নিউ সাউখ ওয়েলসে।









আরও খবরঃ    https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6264/  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6271

For more details visit www.anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm