টোঙ্গায় তীব্র কম্পন, যেন পরমাণু বিস্ফোরণ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টোঙ্গায় তীব্র কম্পন, যেন পরমাণু বিস্ফোরণ!


নিজস্ব সংবাদদাতাঃ সমুদ্রের তলদেশে জেগে উঠেছিল 'হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা-হাপাই' আগ্নেয়গিরি। যার জেরে সুনামির কবলে পড়েছিল প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপদেশ টোঙ্গা। সেই আগ্নেয়গিরির বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে উঠেছিল গোটা দ্বীপ রাষ্ট্রটি। মনে হয়েছিল, যেন ‘পরমাণু বোমা’ নিক্ষেপ করা হয়েছে। গোটা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন টোঙ্গায় এখন পানীয় জলের তীব্র হাহাকার।