কংগ্রেসের 'মুখ' হওয়া নিয়ে সুর বদল প্রিয়াঙ্কা গান্ধীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কংগ্রেসের 'মুখ' হওয়া নিয়ে সুর বদল প্রিয়াঙ্কা গান্ধীর

নিজস্ব সংবাদদাতাঃ ভাই রাহুল গান্ধীকে পাশে বসিয়ে গতকালই মুচকি হেসে প্রিয়াঙ্কা গান্ধী ‘ইঙ্গিত’ দিয়েছিলেন যে উত্তরপ্রদেশে কংগ্রেসের পদ প্রার্থী তিনি। তবে সেই ‘ইঙ্গিতবহ হাসি’র কয়েক ঘণ্টা পরই সুর বদল করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।  প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এটা বলছি না যে আমি একমাত্র মুখ। তবে আমাকে বারবার একই প্রশ্ন করা হয়, তাই আমিও একটু বাড়িয়ে বলেছিলাম।’ প্রিয়াঙ্কা গান্ধী এদিন আরও বলেন, ‘অনেক রাজ্য রয়েছে যেখানে ইনচার্জ নিয়োগ করেছে কংগ্রেস বা বিজেপি। তাঁদের কে প্রশ্ন করেন যে তাঁরা মুখ্যমন্ত্রীর মুখ কি না? কেন তাঁদের জিজ্ঞাসা করা হবে না? কেন এই প্রশ্নটা শুধু আমাকেই করা হচ্ছে?’ প্রিয়াঙ্কা বলেন, ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দলের তরফে বেছে নেওয়া হয়। কোনও কোনও রাজ্যে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনের আগে নেওয়াই হয় না।’