সরাসরি জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সরাসরি জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতাঃ ক্ষমতায় আসার পর থেকেই সুশাসনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সূচনার পাশাপাশি, তা বাস্তবায়নে কোনও সমস্যা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখেছেন তিনি। এদিনও সেই কাজ আরেকবার করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্য়ের জেলাগুলিতে সরকারি প্রকল্পের কাজ কতদূর এগোলো, তা জানতে সরাসরি জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল ১১টায় তিনি বিভিন্ন রাজ্যের একাধিক জেলাশাসকের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার তিনি সকাল ১১টায় বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। জেলাগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির কাজ কতদূর এগোলো এবং প্রকল্প বাস্তবায়নে কোনও সমস্য়া হচ্ছে কিনা, তা নিয়ে আলোচনা করবেন। জেলা বা স্থানীয় স্তরে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় আধিকারিকদের, সে সম্পর্কেও জানবেন প্রধানমন্ত্রী মোদী।