নিজস্ব সংবাদদাতাঃ করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক কো-উইনে নাম নথিভুক্ত করা। দেশে টিকাকরণের হিসাব রাখার জন্য় কেন্দ্রের তরফে এই পোর্টালের সূচনা করা হয়। টিকা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব মেলে এই প্ল্যাটফর্মে, কিন্তু সেই পোর্টাল থেকেই নাকি সাধারণ মানুষের যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এমনই গুঞ্জন ছড়িয়েছে , তবে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই জল্পনার অবসান করা হয়। জানানো হয়, কো-উইন পোর্টাল থেকে কোন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে না। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ কো-উইন পোর্টালে সাধারণ মানুষের যে তথ্য সংগ্রহ করে রাখা রয়েছে, তা অনলাইনে ফাঁস হয়ে যাচ্ছে। এই বিষয়ে বিভ্রান্তি দূর করে জানানো হচ্ছে যে কো-উইন পোর্টাল থেকে কোনও তথ্য ফাঁস হয়ে যায়নি এবং সমস্ত নাগরিকদের তথ্য ওই ডিজিটাল প্ল্যাটফর্মে সুরক্ষিত রয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে বলা যায় যে এই অভিযোগ সঠিক নয়, কারণ কো-উইন যেমন সাধারণ মানুষের বাড়ির ঠিকানা সংগ্রহ করে না, তেমন টিকাকরণের জন্য আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টেরও প্রয়োজন পড়ে না।”