মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং কর্মী নিয়োগ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং কর্মী নিয়োগ!

নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় চাকরির সুযোগ চাকরি প্রার্থীদের। সম্প্রতি ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অব ইন্ডিয়া-র তরফে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যেই এই নিয়োগ করা হবে। প্রসঙ্গত ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অব ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের জলপথ পরিবহণ এবং বন্দর দফতরের অধীনস্থ সংস্থা। ফলে এই পদে রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরাই আবেদন করার যোগ্য। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথী সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে পোস্টে অথবা সরাসরি জমা দিতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের ডাক যোগে বা সরাসরি The Director, IWAI, PIU Kolkata এই ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে। তবে প্রার্থীদের আবেদন করার জন্য কোনও ফি জমা দিতে হবে না। আবেদন করার শেষ তারিখ আগামী ১০.০২.২০২২। বিস্তারিত জানতে ক্লিক করুন http://iwai.nic.in/ এই ওয়েবসাইটে।