ফের কড়া পদক্ষেপ কেন্দ্রের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের কড়া পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ ফের কড়া পদক্ষেপ কেন্দ্রের। ভারত বিরোধী প্রচার চালানোর চেষ্টা করার অভিযোগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ৩৫ টি ইউটিউব চ্যানেল। এর পাশাপাশি একাধিক ওয়েবসাইটও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ৩৫ টি ইউটিউব চ্যানেল এবং তার সঙ্গে ২ টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সবগুলি ভারত বিরোধী ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। এই ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটগুলি মূলত পাকিস্তানি মদতপুষ্ট বলে খবর। মন্ত্রকের তরফে নিষিদ্ধ করে দেওয়া ওই ইউটিউব অ্যাকাউন্টগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ২০ লাখেরও বেশি। সেই ইউটিউব চ্যানেলগুলিতে প্রকাশিত ভিডিওগুলি ১৩০ কোটি বারেরও বেশি দেখা হয়েছে।