নিজস্ব সংবাদদাতাঃ ১২ ফেব্রুয়ারি চার পুরনিগমে ভোটগ্রহণ হবে। তার আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে একগুচ্ছ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে নির্বাচন। ভোট নিয়ে এলাকার লোকজনের মধ্যে যাতে বিন্দুমাত্র কোনও ভয় বা উৎকন্ঠা না কাজ করে তার জন্য পুলিশকে ময়দানে নামার নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকা জারি করে বলেছে, রুট মার্চ, এলাকায় টহলদারি করতে হবে। হোটেল, বিয়েবাড়ি, কমিউনিটি হলে বার বার তল্লাশি চালাতে হবে। বহিরাগতদের উপর নজরদারি চালাতে হবে। ভোটকেন্দ্রে জোর করে সিসি ক্যামেরা বন্ধ করা যাবে না। কোনওভাবেই ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া যাবে না।