পদ্ম পতাকা ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে উৎপল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পদ্ম পতাকা ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে উৎপল

নিজস্ব সংবাদদাতাঃ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে গোয়া বিধানসভা নির্বাচন। তার আগেই জোরালো ধাক্কা গেরুয়া শিবিরে। যাবতীয় জল্পনা সত্যি করে বিজেপি ছাড়লেন গোয়ার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর। বেশ কয়েকদিন ধরেই উৎপলের বিজেপি ত্যাগ নিয়ে জল্পনা চলছিল। বিজেপির সঙ্গে চলছিল ঠান্ডা লড়াইও। শেষমেশ যাবতীয় জল্পনাকে সত্যি প্রমাণ করে বিজেপি ছাড়লেন উৎপল।  শুক্রবার বিজেপি ত্যাগের ঘোষণার পর উৎপল জানিয়েছেন, পানাজি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি। বিজেপি ত্যাগ করে উৎপল জানিয়েছেন, “পানাজি থেকে বিজেপি মনোনীত প্রার্থী সুযোগ সন্ধানী হিসেবে পরিচিত। সময় এসে গিয়েছে আমার বাবার মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার। তাই এই সিদ্ধান্ত।” উৎপলের কাছে ইতিমধ্যে কেজরীওয়াল 'আম আদমি পার্টি'তে যোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। তিনি এখন কোনদিকে যান সেদিকে নজর থাকবে সকলের।