নিজস্ব সংবাদদাতা : "কংগ্রেস স্বাধীনতার ইতিহাস লুকিয়ে রেখেছে। হরিয়ানা নেতাজি জয়ন্তীতে কথা বলবে। ২৩ জানুয়ারি নেতাজিকে জয়হিন্দ বসু বলে ডাকবে রাজ্যে ৬ লক্ষ মানুষ",
পাঁচকুলায় সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিজেপির মুখপাত্র রঞ্জীতা মেহতা। তিনি বলেন, "নেতাজির জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করার মাধ্যমে, প্রতিটি গ্রামে এবং ওয়ার্ডে কর্মসূচির মাধ্যমে, স্বাধীনতা দিবসের বীরদের ইতিহাস এবং তাদের বীরত্বের গল্প জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামে, বল্লভগড়ের রাজা নাহার সিং এবং তার দুই যোদ্ধা গুলাব সিং সাইনি এবং ভুরা বাল্মীকিকে ৯ জানুয়ারী চাঁদনি চকে ব্রিটিশরা ফাঁসি দেয়। ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে, রাজ্য জুড়ে ৭৫০০ জায়গায় ৬ লক্ষ মানুষ আজাদ হিন্দের সুর গেয়ে নেতাজি এবং তাঁর আজাদ হিন্দ ফৌজে যোগদান করেছিলেন।"