নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার ৫০ তম পূর্ণ রাজ্য দিবসে রাজপরিবারের বংশধর প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সবাইকে অভিনন্দন জানান। এবং বলেন,'ভবিষ্যতে অনেক কাজ করতে হবে, এ রাজ্যের উন্নতি করতে হবে। আমরা অনেকটা পিছিয়ে পড়েছি আগের সরকারের জন্য। আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। কারণ সত্যিকার এর পূর্ণ রাজ্য দিবস তখনই হবে যখন হেলথ,এডুকেশন, এবং ডেভলপমেন্ট এই বিভাগ গুলো একসাথে কাজ করবে'। এবং তিনি বলেন, 'ত্রিপ্রামথা একটি স্বাধীন দল সে তার নিজের লড়াই নিজেই লড়তে পারে। আমি টাকার জন্য রাজনীতিতে আসিনি, আমি আমার দল কে মিথ্যা কথা বলতে পারবোনা।' দলের উন্নতির জন্য এবং উপজাতিদের উন্নতির লক্ষ্যে কনস্টিটিউশনাল সলিউশনের জন্য তিনি দিল্লিতে সেন্ট্রাল গভমেন্ট এর সাথেও কথা বলতে চান।