নিজস্ব সংবাদদাতাঃ ধর্ষণকাণ্ডে অভিযুক্ত যুবককে আদালত চত্ত্বরে গুলি করে খুন করা হল শুক্রবার। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোরক্ষপুর আদালত চত্ত্বরে। জানা গিয়েছে, এক শুনানির জন্য ওই অভিযুক্তকে আদালতে আনা হয়। এরপর কোর্ট চত্ত্বরেই ওই যুবককে গুলি করা হয়। ঘটনার পরে সন্দেহভাজনদের মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।