নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বাজেট অধিবেশনে কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। সূত্র মারফত খবর, দেশের কৃষি ক্ষেত্রের জন্য এবারের বাজেটে বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৬০০০ থেকে বাড়িয়ে ৮০০০ টাকা বার্ষিক করা হতে পারে ৷ চাহিদা ভিত্তিক কৃষিকাজে প্রগতিশীল কৃষকদের উৎসাহিত করার জন্য সরকার ঋণের পাশাপাশি অন্যান্য সুবিধা দেওয়ারও ঘোষণা করতে পারে বলে খবর। সেইসঙ্গে এমএসপির জন্য একটি প্যানেল গঠন করার ঘোষণা করা হতে পারে ৷