সালমান এর নতুন গান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সালমান এর নতুন গান

নিজস্ব প্রতিনিধি-শুক্রবার সালমান খান তার সদ্য মিউজিক ভিডিও 'ম্যায় চালা'-র প্রথম টিজার প্রকাশ করেছে। অভিনেতা প্রজ্ঞা জয়সওয়াল কে সেই রোমান্টিক গানে সালমান খানের বিপরীতে দেখা যাবে। লুলিয়া ভান্তুর এবং গুরু রনধাওয়া এই গানে কণ্ঠ দিয়েছে। তার প্রোডাকশন হাউস এসকে ফিল্মস এবং টি-সিরিজ দ্বারা ভিডিওটি ২২শে জানুয়ারি লঞ্চ করা হবে।২০ সেকেন্ডের সেই ভিডিওতে, সালমানকে বিভিন্ন লুকে দেখা যাচ্ছে। ভিডিওতে সালমান একটি পাগড়িও পরিধান করেছে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় তারকা প্রজ্ঞাকেও শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে। এই গানে বলিউড তারকাকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে।