অবৈধ কয়লা কারবার বন্ধের রাশ টানতে সক্রিয় পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অবৈধ কয়লা কারবার বন্ধের রাশ টানতে সক্রিয় পুলিশ

রাহুল পাসওয়ান, আসানসোলঃ অবৈধ কয়লা কারবার নিয়ে সক্রিয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কয়েকদিন ধরে ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ও সালানপুর থানার অভিযানে আটক করা হয় অবৈধ কয়লা বোঝাই ট্রাক। আটক করা চালক ও খালাসিকে আসানসোল  আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতেও নেওয়া হয়। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ওয়েস্ট অভিষেক মোদী বলেন যে অবৈধ কয়লা বোঝাই ৩০ টি ট্রাক আটক করা হয়েছে। ঝাড়খণ্ডের ধানবাদ, গোবিন্দপুর, মুগমা প্রভৃতি এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই ট্রাক আসছিলো এবং কুলটি থানা ও সালানপুর থানার অন্তর্গত জাতীয় সড়ক থেকে আটক করা হয়। এবং তাঁদের কাছ থেকে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। অবৈধ কয়লা খনন বা অবৈধ কয়লা পরিবহন বিষয়ে খবর পেলেই পুলিশ আইনত ব্যবস্থা নেবে বলে জানান।