ডিএসপি-র উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডিএসপি-র উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ইস্পাতপল্লী এলাকায় ডিএসপির জমিতে অবৈধভাবে গড়ে উঠা বাড়ি- ঘর উচ্ছেদ অভিযানে নামে ডিএসপি কর্তৃপক্ষ। আজ সকাল ইস্পাতপল্লী এলাকায় প্রায় ৬ টি ঘরবাড়ি ও ১ টি ক্লাব ভেঙে গুড়িয়ে দেয় ডিএসপি কর্তৃপক্ষ। এরপরই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ডিএসপি আধিকারিকদের ঘেরাও করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, প্রায় ১৫-২০ বছর ধরে এই জায়গায় রয়েছি। আগাম কোনো নোটিশ ছাড়া কীভাবে এই শীতকালের দিনে বাড়িঘর ভেঙে দিলো? পাশাপাশি স্থানীয়দের একাংশের অভিযোগ, শাসকদলের লোকজন টাকা নিয়ে এই জায়গায় বসিয়েছে। তা হলে কীভাবে কোনো আগাম নোটিশ ছাড়া ভেঙে ফেললো ডিএসপি কতৃপক্ষ? ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। হুশিয়ারি ক্ষতিপূরন না পেলে ঘেরাও- বিক্ষোভ উঠবে না। অবশেষে ভেঙে ফেলা বাড়ি ও ক্লাবগুলির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয় বিক্ষোভে আটকে থাকা ডিএসপি-র আধিকারিক। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং এলাকা থেকে বেরোতে পারে ডিএসপি-র আধিকারিক।