নিজস্ব প্রতিনিধি-টাইগার শ্রফ এর বোন কৃষ্ণা শ্রফ শুক্রবার তার জন্মদিন উদযাপন করার কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে এবং সেখানে দেখা যাচ্ছে মা আয়েশা শ্রফের সাথে তার জন্মদিনের প্রাক্কালে একগুচ্ছ ছবি শেয়ার করেছে কৃষ্ণা। সেখানে মন্তব্যে করেছে, দিশা পাটানি লিখেছে, "শুভ জন্মদিন কিশু" এবং কৃষ্ণার ভাই টাইগার শ্রফ হার্ট ইমোজি দিয়েছে সেই পোস্টে।