দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ত শহর মিনি ইন্ডিয়া হিসেবে পরিচিত খড়গপুর। আইন শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার পরেও সময় বাঁচিয়ে সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য যুবক যুবতীদের প্রশিক্ষণ দিচ্ছেন খড়গপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি। কাজের কোন নির্দিষ্ট সময় নেই পুলিশের। ২৪ ঘন্টা বিভিন্ন ধরনের মামলার জন্য কাজ করতে হয়। তার মধ্যেও নিজের সময় বের করে নিয়ে ল্যাপটপের সামনে বসে পড়েন তিনি। দু থেকে তিন ঘণ্টা টানা ক্লাস নেন অনলাইনে। নির্দিষ্ট কোনো দিন না থাকলেও কবে কখন তিনি ক্লাস নেবেন তা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেন নিজেই। তবে সপ্তাহে অন্তত দু দিন রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ক্লাস নেন অনলাইনে। শুধু অতিরিক্ত পুলিশ সুপার নন, খড়গপুর মহকুমা শাসক আজমল হোসেন ও খড়গপুর কলেজের তিনজন অধ্যাপক রয়েছেন তার সাথে। করোনা পরিস্থিতিতে এই উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। গতবছর অর্থাৎ ২০২১ এর আগস্ট মাস থেকে শুরু করেছিলেন বিসিএস, ইউ পি এস সি বা সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং ক্লাস। কয়েকমাস কলেজে শনিবার ও রবিবার ক্লাস করানো হয়েছিল। পরে অনলাইন এর মাধ্যমে ক্লাস করছেন তারা। ১৩৫-১৪০ জন পড়ুয়া অংশ নেন ওই কোচিং ক্লাসে। রানা মুখার্জি বলেন, নিজের ভালো লাগা থেকে সিভিল সার্ভিস এর প্রস্তুতির জন্য খড়গপুর এলাকার কিছু পড়ুয়াদের কোচিং দিচ্ছি। পুলিশের কাজের চাপের মধ্য দিয়ে সময় করে ক্লাস করছি অনলাইনে। যাতে উপকৃত হয়ে সিভিল সার্ভিস এ আসতে পারেন নতুন প্রজন্মের ছেলে মেয়েরা। মহকুমা শাসক আজমল হোসেন বলেন, সপ্তাহে দু থেকে তিনদিন ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে। তবে শনিবার ও রবিবার একটু বেশি সময় পাওয়া যায়। যারা কোচিং নিচ্ছে তাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা রয়েছে।