চাকরির দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চাকরির দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

হরি ঘোষ, পাণ্ডবেশ্বরঃ  জমির বিনিময়ে চাকরির দাবিতে পাণ্ডবেশ্বর কুমারডিহির এবিপিট কোলিয়ারির এজেন্টকে ঘিরে বিক্ষোভ জমিদাতাদের। জমিদাতাদের দাবি তাঁদের জমির সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে তবুও ইসিএল ম্যানেজমেন্ট নানান টালবাহানা করছেন চাকরির বিষয় নিয়ে। শুক্রবার বেলা সাড়ে দশটা থেকে সংশ্লিষ্ট কোলিয়ারির এজেন্টকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে জমিদাতারা। জমিদাতাদের পক্ষে আসেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌ মণ্ডল। প্রধান জানান ইসিএল জানিয়েছে জমিদাতাদের কাগজপত্র অবৈধ কিন্তু তিনি যতটুকু জানেন জমিদাতাদের সমস্ত কাগজপত্র বৈধ। তাই জমির বৈধ কাগজপত্রের বিনিময়ে চাকরি দিতে হবে নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে জমিদাতাদের নিয়ে।