থানা ভবনের ছাদে বাগান!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
থানা ভবনের ছাদে বাগান!

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ফুল কে না ভালোবাসে? আর তা যদি সাজানো বাগান হয় তাহলে তো আর কিছু বলার নেই। হ্যাঁ নিজের কাজের ফাঁকে থানার বিল্ডিংয়ের ছাদে বাগান তৈরী করেছেন পিংলা থানার ওসি সুদীপ ঘোষাল। তিনি পুলিশের কাজ যেদিন থেকে শুরু করেছেন সেই দিন থেকেই ফুলের প্রতি তাঁর একটা টান রয়েছে। তাই পিংলাতেও তিনি বাগান বানিয়েছেন। যেখানে উন্নত প্রজাতির সূর্যমুখী,চন্দ্রমল্লিকা,ডালিয়া, গাঁদা, সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। বাগানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি গাছ। এক কেজি ওজনের বেগুনও রয়েছে বাগানে। রয়েছে কুমড়ো, টমেটো, উচ্ছে, ফুলকপি,ওলকপি,ব্রকোলি, এবং ৫ প্রজাতির বেগুন গাছ। পিংলা থানার পুলিশ কর্মী ছাড়াও এলাকার বহু মানুষ এই বাগান দেখতে হাজির হন। তারা জানান ছাদের ওপর এই ধরনের বাগান পিংলায় আগে দেখেনি তারা। এত সুন্দর ভাবে সাজানো। এলাকাবাসীরা জানান তারা মাঝে মধ্যেই বিকেলে এই বাগানে বেড়াতে আসেন। কিছুক্ষণ সময় কাটিয়ে যান। এই ধরনের বাগান উপহার দেওয়ার জন্য পিংলা থানার ওসি সুদীপ ঘোষালকে ধন্যবাদ জানিয়েছেন পিংলাবাসী।