রাহুল পাসওয়ান, আসানসোলঃ আসানসোল কুলটি থানার শীতলপুর তুলসীহিড় এলাকার ঝুপড়িতে শুট আউটে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার কিনারা করল কুলটি থানার পুলিশ। মৃতের নাম পরেশ মাঝি। খুনের তদন্ত করতে গিয়ে পুলিশের কাছে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে পরেশ মাঝির স্ত্রী মঙ্গলী মেঝানের ঈশারাতে খুন করা হয়েছিল বলে অভিযোগ। আড়াই লক্ষ টাকার বিনিময়ে সাব শ্যুটার দিয়ে খুন করানো হয়েছে। অভিযুক্ত পরেশ মাঝির স্ত্রী সহ তিনজনকে কুলটি থানার পুলিশ গ্রেফতার করেছে। তবে সাব শ্যুটার খুনের পর বিহারে পালিয়ে যায়। আজ আসানসোল আদালতে তাদের তোলা হবে। ঘটনার তদন্তে পুলিশ।
ধৃতদের নাম
১)বিক্কি নোনিয়া (২৯)
২)বিশাল পাসোয়ান (২১)
৩)সন্দীপ নোনিয়া (২৬)
৪)মৃতের স্ত্রী মঙ্গলি মেঝান!