নিজস্ব সংবাদদাতাঃ করোনার প্রথম সংক্রমণে কাশি ও ডায়রিয়ার প্রকোপ দেখা গিয়েছিল।, কিন্তু বর্তমানে ওমিক্রনের লক্ষণ ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের মতে, চোখের সমস্যা দেখা দিতে পারে ওমিক্রনে আক্রান্তের ফলে।
এক গবেষণায় দেখা গিয়েছে, ৮৩ জন কোভিড রোগীদের মধ্যে ১৭ শতাংশ রোগীর চোখে জ্বালা ও ১৬ শতাংশের চোখে ব্যথা অনুভব করেছেন। এমনকি কনজাংটিভাইটিসের মত চোখ লাল হওয়ার মত নানান উপসর্গও দেখা গিয়েছে।
তবে বেশ কিছু জনের এই লক্ষণগুলি বেদনাদায়ক হলেও আবার অনেকের সমস্যা চিকিৎসার পরে মিটেও গেছে। তবে এই ধরনের কোন সংক্রমন দেখা দিলে চিকিৎসকদের মতে গরম জল করে সেটিকে ঠাণ্ডা করে সুতির প্যাড ভিজিয়ে সেটিকে চোখে দিয়ে রাখুন।