মানবিক মুখ টোটো চালকের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মানবিক মুখ টোটো চালকের!

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : টোটো চালকের সততার কারণে হারিয়ে যাওয়া নথি ও নগদ টাকা ফেরত পেলেন এক মহিলা। বৃহস্পতিবার ঐ মহিলার হাতে নথি ও উদ্ধার হওয়া টাকা তুলে দিলেন ইউনিয়নের সভাপতি। ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার বৃষ্টি পড়া সন্ধ্যায় উখড়া আরত পাড়ার বাসিন্দা আদুরী রুইদাস টোটো করে শ্যামসুন্দরপুর গিয়েছিলেন ছেলের বাড়ি। ছেলের বাড়িতে পৌঁছে লক্ষ্য করেন তার সাথে থাকা হাত ব্যাগটি নেই। রাতে গাড়ি গ্যারেজ করার সময় টোটো চালক সাগর মল্লিক লক্ষ্য করেন গাড়িতে পড়ে রয়েছে একটি ব্যাগ। রাতে সেই ব্যাগটি তিনি জমা করেন উখড়া টোটো ইউনিয়নের সভাপতি রাজু মুখোপাধ্যায়ের কাছে। আজ বৃহস্পতিবার ব্যাগটির মালিক আদুরী দেবীর হাতে তুলে দেন রাজু বাবু। ব্যাগটি ফেরত পেয়ে খুশি আদুরী দেবী। তিনি বলেন," ব্যাগের ভিতর নিজের ও স্বামীর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাস বই, নগদ ৬০০ টাকা সহ আরো অনেক মূল্যবান নথি ছিল। ব্যাগটি হারিয়ে যাওয়ায় আমি দিশাহারা হয়ে পড়েছিলাম।"  অবশেষে ব্যাগটি ফেরত পেয়ে খুশি বলে জানান তিনি। টোটো ইউনিয়নের সভাপতি রাজু বাবু বলেন ব্যাগের ভেতরে থাকা আধার কার্ডের নথি দেখে মালিককে শনাক্তকরণ করা গেছে। টোটো চালকের সততার প্রশংসা করার পাশাপাশি আসল মালিকের হাতে সেগুলি ফেরত দিতে পেরে চাপ মুক্ত হলাম বলে জানান রাজু বাবু।