নিজস্ব সংবাদদাতাঃ হুটহাট করে আলো জ্বালিয়ে ফেলা, দুম করে জানলা খোলা, পাশের যাত্রীর অসুবিধার কথা বিন্দুমাত্র না ভেবে নিজেদের মধ্যে জোর শব্দে গল্পগুজব, রাত দশটার পর কোনও কিছুই আর চলবে না। রাত দশটা বাজলে ট্রেনযাত্রীদের জন্য এবারে থাকছে নানা বিধি। দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা রেলযাত্রীদের এবার ‘শিষ্টাচার’-এর শিক্ষা দিতে চলেছে ভারতীয় রেল।