নিজস্ব সংবাদদাতাঃ ৫জি বিতর্কে তোলপাড় আমেরিকার বিমানবন্দরগুলি। বুধবার থেকেই সেদেশে ৫জি সি ব্যান্ড পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। আর সেই কারণেই বহু বিমান সংস্থাই বেঁকে বসেছিল বিমান চালাতে। এয়ার ইন্ডিয়াও ভারত-মার্কিন রুটের আটটি উড়ান বাতিল করেছিল। অবশেষে কাটল জট। আমেরিকার উদ্দেশ্যে রওনা হল বোয়িং ৭৭৭। বোয়িং ক্লিয়ারেন্সের পরই ফের শুরু হল পরিষেবা। এবার অন্যান্য উড়ানগুলিও চালু করার চেষ্টা করা হচ্ছে, যাতে আটকে থাকা যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারেন। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত ও আমেরিকার মধ্যে সরাসরি উড়ান চালু রেখেছে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স। এবার উড়ান পরিষেবা শুরু করে দিল এয়ার ইন্ডিয়াও।