নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে এবারেও দেশের সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে থাকছেন না কোনও বিদেশি অতিথি। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, এবারের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথির আসনে থাকবেন মধ্য এশিয়ার পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু কোভিডের হঠাৎ বাড়বাড়ন্তের জন্য সে পরিকল্পনা বাতিল করতে হল সরকারকে।সার্বিকভাবে এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে একগুচ্ছ বিধিনিষেধ পালন করবে সরকার। গতবারও কোভিড আবহে কুচকাওয়াজ হয়েছিল। সেবারে অতিথি কমিয়ে করা হয়েছিল ২৫ হাজার। এবার সেটা আরও কমিয়ে ৮ হাজারে নামানো হচ্ছে। সমস্ত অতিথি এবং কুচকাওয়াজে অংশ নেওয়া জওয়ানদের মাস্ক এবং শারীরিক দূরত্ব বিধি মানা বাধ্যতামূলক। সেই সঙ্গে সবার থার্মাল চেকিং করা হবে। আলাদা করে তৈরি হবে কোভিড বুথ। কোনও আমন্ত্রিত করোনার উপসর্গ নিয়ে এলে তাঁদের সেখানেই আইসোলেট করা হবে।