অপহৃত যুবক, কেন্দ্রকে দুষলেন রাহুল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অপহৃত যুবক, কেন্দ্রকে দুষলেন রাহুল

নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচলে এক কিশোরকে চিন সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ তাপির গাও দাবি করেছেন, ওই যুবকের নাম মিরাম তারং। মিরামের বন্ধু জনি ইয়ায়িং কোনও রকমে চিনা বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বন্ধুর অপহরণ হয়ে যাওয়ার বিষয়টি সে জানায় স্থানীয় প্রশাসনকে। দুই কিশোরই জিডো গ্রামের শিকারি। অন্যদিকে এই ঘটনা নিয়ে কেন্দ্রকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেন, 'প্রজাতন্ত্র দিবসের কিছুদিন আগে, চিন ভারত থেকে একজন একজন যুবককে অপহরণ করেছে। আমরা মিরাম-এর পরিবারের সাথে আছি এবং আশা ছাড়ব না, আমরা হাল ছাড়ব না। প্রধানমন্ত্রীর আন্তরিক নীরবতা তাঁর বক্তব্য - তিনি পরোয়া করেন না।'