নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচলপ্রদেশে ড্রাগনের সক্রিয়তা নিয়ে এবার সরব হলেন বিজেপি সাংসদ তাপির গাও। সেখানে চিনা সেনা এক কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ তাঁর। ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। অরুণাচলপ্রদেশের আপার সিয়াং জেলার লুংটা যোর এলাকা থেকে মঙ্গলবার ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। অপহৃত কিশোরকে ১৭ বছর বয়সি মিরাম তারং বলে শনাক্ত করা গিয়েছে। বিজেপি সাংসদ জানিয়েছেন, মিরামের বন্ধু জনি ইয়ায়িং কোনও রকমে চিনা বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বন্ধুর অপহরণ হয়ে যাওয়ার বিষয়টি সে জানায় স্থানীয় প্রশাসনকে। দুই কিশোরই জিডো গ্রামের শিকারি বলে জানিয়েছেন। তাপিরের দাবি, সাংপো নদী যেখানে ভারতের অরুণাচলে প্রবেশ করেছে, সেখান থেকেই অপহরণ করা হয় ওই কিশোরকে। এই সাংপো নদী অরুণীচলে সিয়াং এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। কেন্দ্রের কাছে তাপিরের আর্জি, ‘‘ভারত সরকারের সমস্ত সংস্থার কাছে অনুরোধ, দয়া করে পদক্ষেপ করুন। সত্বর ওই কিশোরকে মুক্ত করে নিয়ে আসুন।’’