নিজস্ব সংবাদদাতাঃ আর হয়তো কয়েকদিন। তারপরই খোলা বাজারে মিলতে চলেছে করোনার দুই টিকা- কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। বুধবারই দুই ভ্যাকসিনকে এই অনুমোদন দিল কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। তাদের অনুমোদনপত্র পাঠানো হয়েছে কেন্দ্রের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। তাদের ছাড়পত্র পেলেই পাড়ার ওষুধের দোকানে মিলবে জোড়া টিকা। এদিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের তরফে টুইট করে জানানো হয়, “এতদিন দু’টি টিকা- কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেশজুড়ে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হত। এবার তা স্বাভাবিক ব্যবহারের জন্য অনুমোদন দিল বিশেষজ্ঞ কমিটি। সেই অনুমোদন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।”