নিজস্ব সংবাদদাতা : চার সন্তান সহ মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে। ঘটনাটি ঘটেছে শাহদারার সীমাপুরীতে। বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চারজনের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে তাদের। পঞ্চম সন্তানকে নিয়ে চলে যান মহিলার স্বামী। তবে সেই সন্তানেরও মৃত্যু হয়েছে। মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বাড়ির মালিক জানিয়েছেন, "কিছুদিন আগেই বাড়ি ভাড়া নিয়েছিলেন। এর আগে কখনও দেখেননি তাদের। সকালে দরজায় নক করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশ খবরটি দেয়। স্বামী পরে আসেন।"