হরি ঘোষ, দুর্গাপুরঃ অপারেশন টেবিলে অতি সংকটজনক অবস্থায় থাকা এক মহিলা রোগীর আপৎকালীন রক্তের চাহিদা মিটিয়ে প্রাণ বাঁচালেন ওই অপারেশন থিয়েটারে উপস্থিত টেকনিশিয়ান। নাম সন্দীপ মন্ডল। আর দশটা সাধারণ অপারেশনের মতই ১৫ই জানুয়ারি দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চলছিল কোকওভেন থানা এলাকার বাসিন্দা বেবি প্রসাদের জরায়ুর জটিল অপারেশন। এ মতো অবস্থায় হঠাৎ আপৎকালীন ও-নেগেটিভ রক্তের চাহিদা তৈরি হয় অপারেশন থিয়েটারের মধ্যে। এক কথায় যমে-মানুষে টানাটানি। খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। কিন্তু এত অল্প সময়ে রক্ত পাবে কোথায়? ঠিক তখন ওই বেসরকারি নার্সিং হোমের ওটি টেকনিশিয়ান সন্দীপ মন্ডল এগিয়ে আসেন রক্তের চাহিদা মেটাতে। আর তাতেই প্রাণে বাঁচেন দুই সন্তানের মা বেবি প্রসাদ। স্বাস্থ্যকর্মীর এমন সাহসী পদক্ষেপে খুশি চিকিৎসক সৌগত কুমার সরকার। তবে নিজের কাজকে নিয়ে বাহবা কুড়াতে মটেও পক্ষপাতী নন সন্দীপ মন্ডল। তিনি বলেন শুধুমাত্র দায়িত্ব পালন করেছি। প্রায় চার দিন পর ওই রোগীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি নার্সিংহোম কর্তৃপক্ষ।