হরি ঘোষ, অন্ডাল : বুধবার উখড়া গ্রামের দাসপাড়া-র শিবগড়ে এলাকায় হলো প্রস্তাবিত বাউল মঞ্চের শিলান্যাস অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। যে জায়গায় মঞ্চটি তৈরি হবে এদিন সেই জায়গায় ভূমি পুজো করা হয়। মাটি কেটে, নারকেল ফাটিয়ে করা হয় শিলান্যাস। রিতা ঘোষ জানান, "শিবগড়ে এলাকায় পড়ে থাকা সরকারি জমিতে বাউল মঞ্চটি তৈরি হবে। আজ কাজের সূচনা হলো। মঞ্চটি তৈরি হবে পঞ্চায়েতের তহবিল থেকে।" আগামী ছয় মাসের মধ্যেই মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন রিতাদেবী। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান রাজু মুখোপাধ্যায় বলেন, এখানে একটি বাউল মঞ্চ তৈরি করা হোক, এই দাবি ছিল এলাকার বাসিন্দাদের। বাউল অনুষ্ঠান ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ও মঞ্চে ব্যবহার করা হবে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা অরুণ কুমার দাস, শ্যামাপদ পাত্র-রা জানান, "ঝুলন মেলায় এখানে বাউলের বড় আসর বসে। স্থায়ী মঞ্চ না থাকায় অসুবিধা হতো। আমরা উপ-প্রধানের কাছে দাবি করেছিলাম স্থায়ী একটি মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় আমরা খুশি।"