হরি ঘোষ, জামুড়িয়া: পৌর নির্বাচনের আগে সিপিএম ও বিজেপির ভাঙ্গন। জামুরিয়ার বিধায়কের অফিসে ২০০ জনেরও বেশি মহিলা এবং যুব CPI(M) এবং বিজেপি সমর্থকরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন৷ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এর উপস্থিতিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন জামুরিয়া-১ ব্লক টিএমসি সভাপতি সাধন রায়, টিএমসি প্রার্থী মৃদুল চক্রবর্তী, শ্রাবণী মণ্ডল ছাড়াও আব্দুল হাউস। শেখ সানাদার, প্রেমপাল সিং সহ জামুড়িয়া অঞ্চলের সমস্ত ১৩ টি কর্পোরেশন ভোটের প্রার্থীরা। আজ যারা দলে যোগ দিচ্ছেন তাদেরকে দলে স্বাগত জানালেও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় বলেছিলেন যে টিএমসিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করে জনগণ এবং পুরানো টিএমসি কর্মীদের সেবা করবেন। এই এলাকার উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণমূলক পরিকল্পনা অনুস্মরণ করে মানুষের জীবনযাত্রার উন্নয়নের চেষ্টা করতে হবে। তিনি বলেন, "দলের শীর্ষ নেতারা নজর রাখছেন সমস্ত কর্মীদের কর্মকাণ্ডের উপর। আয়া রাম গয়া রাম সংস্কৃতিকে এখানে চলতে দেওয়া হবে না। টিএমসিতে সমান সম্মান রয়েছে এবং সবাইকে একত্রিত হয়ে দল এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।"