নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বিধাননগর পুলিশ সল্টলেকের একটি হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরের ভিতর থেকে পরিচালিত একটি ভুয়ো কল সেন্টার চক্রের পর্দাফাঁস করেছে। পুলিশ জানিয়েছে, ওই ওষুধের দোকান থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩০টি কম্পিউটার এবং ২০টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটি বিধাননগর ২ নম্বর সেক্টরের এএল ব্লকে অবস্থিত ছিল। গত কয়েক মাস ধরে এলাকা থেকে কাজ করছিল ওই কল সেন্টারটি।