নিজস্ব প্রতিনিধি-শুটিং এর ফাঁকে তাকে দেখা যাচ্ছে ক্রিকেট খেলতে। হ্যাঁ কথা বলা হচ্ছে অভিনেতা ভিকি কৌশলের। ইন্দোরে শুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেতা ভিকি কৌশল। বুধবার তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করলেন খেলার একটা ভিডিও। এবং সেখানে লেখেন, 'সেটে খানিক সময় বের করে ক্রিকেট খেলার থেকে ভালো আর কিছু হয়না'। যে ছবির শুটিং চলছে চলছে সেই ছবির এখনো পর্যন্ত নাম জানা যায়নি।