ওমিক্রন শনাক্ত করতে ‘ওমিসিওর’ কিটের ট্রায়াল শুরু ওড়িশায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ওমিক্রন শনাক্ত করতে ‘ওমিসিওর’ কিটের ট্রায়াল শুরু ওড়িশায়

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন সংক্রমণ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। ওমিক্রন দ্রুত শনাক্ত করতে ইতিমধ্যে ওড়িশার সরকারের কাছে ৩০ হাজার ওমিসিওর আরটিপিসিআর পরীক্ষা কিট পৌঁছে গিয়েছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দফতরের সিনিয়র আধিকারিক বিজয় মহাপাত্র। তিনি বলেন, “ওমিসিওর কিটের ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথমে অভ্যন্তরীণ গবেষণার জন্য কিটগুলি ব্যবহার করা হবে তারপর যেসব জেলাতে সংক্রমণের হার বেশি সেখানে কিটগুলি পাঠিয়ে দেওয়া হবে।”