নিজস্ব সংবাদদাতা : সংক্রমণের ঊর্ধ্বমুখী হারে পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতিতে ভোট না করে তা পিছিয়ে দেওয়ার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজসেবী বিমল ভট্টাচার্য। এবার পুরভোট পিছনো নিয়ে তিনি রাজ্য নির্বাচন কমিশনকে আদালত অবমাননার দায়ে নোটিস পাঠালেন।
চার পুরনিগমের ভোট পিছিয়েছে তিন সপ্তাহ। কেন হাইকের্টের পরামর্শ মেনে তা চার থেকে ছয় সপ্তাহ পিছলো না ভোট, সেই প্রশ্নই তুলেছেন মামলাকারী। এই মর্মে হাইকোর্ট অবমাননার নোটিস দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে। ৭ দিনের মধ্যে নোটিসের জবাব না দিলে আদালত অবমাননা মামলার হুঁশিয়ারিও দিয়ছেন তিনি।