নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক টেনিস কোর্ট থেকে অবসরের ঘোষণা সানিয়া মির্জার। বুধবার অস্ট্রেলিয়া ওপেনের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছেন হায়দরাবাদের এই টেনিস সুন্দরী। আর তারপরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সানিয়া মির্জা জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। চলতি মরশুমে তিনি পুরোটা খেলবেন কি না, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। ম্যাচের পর সানিয়া মির্জা বললেন, 'আমার মনে হয়ছিল যে আমি আরও ভালো পারফর্ম করতে পারব। কিন্তু, শরীরটা আর আগের মতো সঙ্গ দেয় না। এটাই আমার কাছে সবথেকে বড় প্রতিবন্ধকতা। ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক টেনিস খেলছেন সানিয়া মির্জা। প্রায় ২ দশক টেনিস কোর্টে রাজত্ব করার পর তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।'