বেলেঘাটা আইডি হাসপাতাল ঘিরে বাড়ছে উদ্বেগ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেলেঘাটা আইডি হাসপাতাল ঘিরে বাড়ছে উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বসে রয়েছেন করোনা রোগী। সেখানে দাঁড়িয়ে তাঁকে পরীক্ষা করছেন চিকিৎসক। করোনা আবহে বেলেঘাটা আইডি হাসপাতালের এই ছবি ঘিরে বাড়ছে উদ্বেগ। হাসপাতালের দাবি, জরুরি বিভাগে আইসোলেশন রুম না থাকায় করোনা আক্রান্তদের বাইরে বসিয়ে রাখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, করোনার উপসর্গ নিয়ে কোনও রোগী গাড়িতে এলে, তাঁকে সেখানে এসে পরীক্ষা করে যাবেন চিকিৎসক। এরপর ভর্তির প্রয়োজন হলে, হাসপাতালের গাড়ি করে রোগীকে ভিতরে নিয়ে যাওয়া হবে। করোনা আবহে কোভিড চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র বেলেঘাটা আইডি হাসপাতালের এই নিয়ম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাসপাতালের দাবি, অন্য রোগীদের সংক্রমণের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত।