নিজস্ব সংবাদদাতাঃ দেশের পাঁচ রাজ্যে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। জানা গিয়েছে, মোট ৬০টি আসনে মণিপুর বিধানসভা নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, দু’দফায় ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ নির্বাচন হবে উত্তর পূর্বের এই পাহাড়ে ঘেরা রাজ্যে। এর পাশাপাশি রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে প্রশ্ন উঠছে উত্তর পূর্বের এই রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কার সঙ্গে জোট বাঁধবে বিজেপি? জানা যাচ্ছে, এবারের মণিপুর বিধানসভা নির্বাচনে কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টির পরিবর্তে নাগা পিপলস্ ফ্রন্টের সঙ্গে জোটে যেতে পারে বিজেপি। সূত্র মারফত খবর, বিজেপি ও এনপিএফের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা না হলেও জোটের সম্ভাবনা প্রবল।