নিজস্ব প্রতিনিধি- পরিচালক রাজা চন্দের আগামী ছবি 'হার মানা হার'। ছবিতে মুখ্য চরিত্র যার সে মুলত একজন ধনী ব্যক্তি। যার স্ত্রী মারা গেছে। এবং তার সঙ্গে রয়েছে তার দশ বছরের কন্যা। এদিকে মেয়েকে বড় করতে গিয়ে নাকাল হয় ছবির মূল চরিত্র।ঝামেলার পর শেষে বিয়ে করতে রাজি হয় সেই চরিত্র। কিন্তু পাত্রী খোঁজা নিয়েই ঘটে গন্ডগোল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছে সোহম চক্রবর্তী, আয়ুশি তালুকদার,পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সিলভিয়া দে।