আমেরিকায় ৫জি চালু হলে বিপর্যস্ত হতে পারে বিমান পরিষেবা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আমেরিকায় ৫জি চালু হলে বিপর্যস্ত হতে পারে বিমান পরিষেবা!

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে ৫জি সি ব্যান্ড পরিষেবা। কিন্তু ইতিমধ্যেই মার্কিন যাত্রীবাহী ও কার্গো বিমান সংস্থাগুলির তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, এর ফলে বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আরজি জানানো হয়েছে, এ বিষয়ে যেন এফএএ তথা দেশের বিমান পরিষেবা দপ্তর জরুরি হস্তক্ষেপ করে। প্রসঙ্গত, একই আপত্তি জানাতে দেখা গিয়েছে ভারতের বিমানচালকদেরও। ফেডএক্স এক্সপ্রেস, সাউথইস্ট এয়ারলাইন্স ও আরও বহু প্রথম সারির উড়ান সংস্থাগুলিকে নিয়ে তৈরি ‘এয়ারলাইন্স অফ আমেরিকা’র তরফে লেখা একটি চিঠিতে মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে, ‘‘আমাদের অনুরোধ ৫জি জরুরি ভিত্তিতেই দেশের সর্বত্র চালু হোক ১৯ জানুয়ারি। কেবল বিমানবন্দরের রানওয়ের থেকে মোটামুটি ২ মাইল (৩.২ কিমি) এলাকা বাদ রাখা হোক। কেননা ৫জি পরিষেবার ফলে ক্ষতি হতে পারে উড়ান শিল্প, পর্যটক, টিকা বণ্টন, আমাদের কর্মপ্রণালী ও বৃহত্তর অর্থনীতির।’’