এপ্রিলে একটানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এপ্রিলে একটানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

নিজস্ব সংবাদদাতাঃ বায়ুসেনার আরজি মেনে রানওয়ে সংস্কারের প্রয়োজনে এপ্রিল মাসে বাগডোগরা বিমানবন্দর ১৫ দিন বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠানামা বন্ধ থাকবে। উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দর বন্ধের খবর মিলতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের। পর্যটক ছাড়াও এখান থেকে উড়ানে প্রায় প্রতিদিন বহু রোগীকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ভিন রাজ্যে। তাই বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। বিমানবন্দরের অধিকর্তা শুভ্রমণি পি জানান, বায়ুসেনার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, শেষ পর্যায়ের কাজের জন্য বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ রাখা জরুরি। সেই মতো নির্দেশিকা জারি করে ১৫ দিনের জন্য বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ুসেনা দেড় বছর ধরে রাতেই কাজ করছিল। শেষ পর্যায়ের কাজের জন্য রানওয়েতে দিনে কাজ করা জরুরি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তাই আবেদন মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার-সহ দার্জিলিংয়ের জেলাশাসককে জানানো হয়েছে।