চিনা সেনার প্রস্তুতির প্রমাণ উপগ্রহচিত্রে!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চিনা সেনার প্রস্তুতির প্রমাণ উপগ্রহচিত্রে!


নিজস্ব সংবাদদাতাঃ আগেই অভিযোগ উঠেছিল। এ বার উপগ্রহচিত্রে তার প্রমাণও মিলল। প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশকে জুড়ে চিনা ফৌজের নির্মীয়মাণ সেতুর ছবি সামনে আসতেই নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, লাদাখে জবরদখল করা জমিতে ওই সেতু বানাতে পারলে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণপ্রাপ্তে কৌশলগত ভাবে সুবিধাজনক অবস্থানে চলে যাবে চিনা সেনা।