নিজস্ব সংবাদদাতা: ৪৪ কোটি ৩০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া। বিপুল অঙ্কের বিল দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য, স্বাস্থ্যসচিবকে চিঠি দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে জেলাগুলিকে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সবথেকে বেশি বিল বকেয়া দার্জিলিং জেলায়। সেখানে বিদ্যুৎ বিল বকেয়া ১৬ কোটি ৪০ লক্ষ টাকা। হুগলি জেলায় অনাদায়ী বিদ্যুৎ বিলের পরিমাণ ৪ কোটি ৭০ লক্ষ টাকা।