নিজস্ব সংবাদদাতা: লকডাউনের সময় গরীবের 'দূত' হয়ে উঠেছিলেন বলি-অভিনেতা সোনু সুদ। তবে কখনও কি ভাবতে পেড়েছেন ইলেকট্রিশিয়ানের কাজ করতে দেখা যাবে অভিনেতাকে? আজ্ঞে হ্যাঁ, এক ভক্তের অনুরোধে এবার তাঁর বাড়িতে মিতার বক্স লাগাতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। এমনকি ওই বাড়ির মালিক মিটার বক্স লাগানোর জন্য অভিনেতাকে পরে ধন্যবাদও জানিয়েছেন তিনি। পরে সেই স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা।