নিজস্ব সংবাদদাতাঃ সোমবার পশ্চিম আফগানিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্পে শিশুসহ কমপক্ষে ২৬ জন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাও জেলা থেকে ৪১ কিলোমিটার পূর্বে, যা ১৮.৮ কিলোমিটার গভীরতায় ছিল। দক্ষিণ বাদঘিসে অবস্থিত কাদিস জেলার গভর্নর মোহাম্মদ সালেহ পুরদিল গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পে অনেক বাড়িঘরও ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পটি পশ্চিমের হেরাত এবং ফারাহ প্রদেশেও অনুভূত হয়েছিল।